|| বাড়ী, বিয়ে, সন্তান ও গাড়ী থেকে দূরে থাকুন ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Bari, Biye, Santan, o Gari theke Dure Thakun
একটি দেশে বয়েস পঁয়ত্রিশ হলে
চাকরী চলে যেতেই পারে।
ষাট বছরের রিটায়ারমেন্ট এজ
কমে পঁয়ত্রিশ হতেই পারে।
তাই বিয়ে, সন্তান
গাড়ী, বাড়ী এসব নয় এখন।
চাকরী বাঁচাতে পারলে আবার
তারা ভেবে দেখবে তখন।
এসব নিয়ে হচ্ছে এখন
নানান দেশে আন্দোলন।
পরে কি হবে, বলা যায় না
মন্তব্য নিস্প্রোয়োজন।