|| বরফ গলা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Melting of ice
বরফ গলে নদীর স্রোতে
ঢেউ হয়ে যায় অনেক বেশী।
মনের বরফ গললে দেখ
হাসি, হাসি আর হাসি।
কান্নার এই বহিঃপ্রকাশ
কষ্ট গুলো যাচ্ছে ধুয়ে।
ধুলো ময়লা কত কি স্রোতে মিশছে
ওই বরফ ক্ষয়ে ক্ষয়ে।
এখন দেখ স্বচ্ছ জল
বইছে মনের আবেগে।
ঝলমলে ঐ মনের আকাশ
নতুন করে স্ব্প্ন জাগে।
এত সুন্দর, এত নির্মল
এত আলো তো দেখিনি।
আজ দিনটা খুবই ভাল
আগে কেন আসেনি?
ভাগ কোরো না, সবটাই নাও
সব খুশিটাই তোমার জন্য।
মনের এই সুখানুভূতি
সত্যিই যে অনন্য।
রোদ ঝলমলে আকাশে দেখ
বইছে বাতাস মৃদুমন্দ।
ফুলগুলো সব খেলা করে
আজ যেন বসন্ত।
সকাল পেরিয়ে দুপুর হʼল
বাড়ছে বেলা পলে পলে।
এগিয় চলো আপন পথে
শান্তির স্পর্শ মনের আঁচলে।