|| ফ্রাসট্রেশন থেকে মুক্তির উপায় ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Frustration Theke Muktir Upay
কাজ করতে গেলে
ভুল হতেই পারে।
তাতে ফ্রাসট্রেশন এলে
কাজ পন্ড হতে পারে।
এতে যে কাজ
সবথেকে আগে দরকার,
কাজের ফাঁক ফোঁকর
করতে হবে বার।
সেই ফাঁক ফোঁকরগুলো
এক এক করে রিপেয়ার করতে হবে।
এটা করলে জয়
আগামী দিনে হবে।
কনটিনিউআস ইমপ্রুভমেন্ট করেই যেতে হবে
যতক্ষণ না অভিষ্ট পূরণ হয়।
এভাবে কাজটা ঠিক হলে
ফ্রাসট্রেশন পরিবর্ত্তিত হবে সার্থকতায়।