|| পৃথিবী – দুই ||
Poetry,  Poetry on hot topics

|| পৃথিবী – দুই ||

Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

Earth – Two point Zero

পৃথিবীর মতো আরেকটি গ্রহ

              আবিস্কার হয়েছে।

দু হাজার পʼনের সালে জ্যোতির্বিজ্ঞানীরা

              এটির খোঁজ পেয়েছে।

এটির বৈজ্ঞানিক নাম

            কেপলার-চারশো বাহান্ন-বি।

আরেকটি নাম পৃথিবী-দুই বা

                আর্থ-টু পয়েন্ট জিরো।

এর পরিবেশ অনেকটাই

              পৃথিবীর মতো।

তাই একে বলে

          পৃথিবীর বোন-খুড়তুতো।

পৃথিবীর মতোই পৃথিবী -দুই-এর

                 সমুদ্র আছে।

তাই গাছপালা থাকার সম্ভাবনা

                 তার কাছে।

পৃথিবী-দুই পৃথিবীর থেকে

              প্রায় পাঁচগুণ বড়।

এর ব্যাসার্ধ সে কারণে

             প্রায় দ্বিগুণ বড়।

পৃথিবী-দুই গ্রহটি পৃথিবী থেকে প্রায়

      আঠারোশো লাইট ইয়ার দূরে।

এটি যে তারার গ্রহ, তার চারিদিকে

     সে তিনশো পঁচাশি দিনে একপাক ঘোরে।

ঐ তারাটির বৈজ্ঞানিক নাম

          কেপলার-চারশো-বাহান্ন।

এটা সূর্য্যের থেকে

                        বড় অনেকটাই।

আর সূর্য্যের থেকে কুড়ি পারসেন্ট বেশী

                 এর আলোর রোশনাই।

পৃথিবী-দুই থেকে কেপলারকে

     দেখতে লাগে সূর্য্যের মতো।

সূর্য কেপলারের থেকে প্রায়

   দেড় মিলিয়ান ইয়ার ছোটো।

পৃথিবী-দুই-এর সবথেকে বেশী ও

       কম তাপমাত্রা সহনশীল হওয়ায়,

এখানে জীবজগতের অস্তিত্ব

             থাকা সম্ভবনাময়।

হয়ত কয়েক হাজার বছর পরে

            পৃথিবী-দুই-এ মানুষের পদার্পন ঘটবে।

তারও অনেক অনেক বছর পরে হয়তবা

                     মানুষের থাকার জায়গা হয়ে উঠবে।     

LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with our latest poetry and stories 😎

We don’t spam! Read our [link]privacy policy[/link] for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *