|| পজিটিভ থাকুন আর প্রাণ খুলে বাঁচুন ||
Poetry

|| পজিটিভ থাকুন আর প্রাণ খুলে বাঁচুন ||

Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

Be Positive & Lead a Loving Life

ʼআরে করেছন কি? এটা তো রসগোল্লাʼ।

              ʼখেয়ে ফেলুন টপ করেʼ।

ʼডাক্তারের বারন? ছাড়ুন এক-আধ দিনʼ।

        ʼঅন্যদিন তো চলেন নিয়ম করেʼ।

ʼনিজেকে একটু ভালোবাসুন,ʼ

          ʼনিয়ম ছাড়ুন মাঝে মাঝেʼ।

ʼদেখবেন নতুন উদ্যমে আপনি চলেছেন,ʼ

           ʼআর মন বসছে সব কাজেʼ।

ʼনিজেকে ভালোবাসুনʼ

         ʼদেখবেন সবাইকে ভালোবাসতে পারছেনʼ। 

ʼমনের মধ্যে যত পুরোনো বিষ জমানো আছে,ʼ

                               ʼতাকে ধুয়ে ফেলুনʼ।

ʼলাল জামা পড়তে ইচ্ছা করছেʼ?

               ʼকে কি ভাবছে না ভেবে, পড়ে ফেলুনʼ।

ʼমনের নতুন কষ্ট? একটু সময় দিনʼ।

       ʼকʼটাদিন পরেই চলে যাবেʼ।

ʼআরে কার সঙ্গে কমপেয়ার করছেনʼ?

    ʼনিজের গতকালের সঙ্গে নিজের আজকের কমপেয়ার করুনʼ।

ʼনিজেকে পারফেক্ট করতে করতেʼ,

                          ʼনিজেই একদিন সোনা হয়ে উঠবেনʼ।

ʼওটা পাবার চিন্তায় ঘুম বন্ধ?

        ʼহঠৎ একদিন পেয়ে যাবেনʼ।

ʼ নিজের কাজ কনফিডেন্টলি করুনʼ,

                           ʼশক্তি আর সাহস নিয়েʼ।

ʼমনটাকে কন্ট্রোল করে, হাসি বাখুন মুখে, ʼকʼদিন পরেইʼ

         ʼহাঁটবেন গোলাপের পাপরি বেছানো পথ দিয়েʼ।

LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with our latest poetry and stories 😎

We don’t spam! Read our [link]privacy policy[/link] for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *