|| নেচার্স কলে গচ্চা ছʼহাজার ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Natures Calle Gochcha Chahajar
সনাতন বৌকে আসছি বলে ছুটলো প্লাটফর্মে
দাঁড়িয়ে থাকা ট্রেনের থোলা দরজা দিয়ে।
একটু পরেই সে ট্রেনের টয়লেট থেকে
হন্তধন্ত হয়ে এল বেরিয়ে।
ততক্ষণে ট্রেনের অটোমেটিক দরজা
বন্ধ হয়ে গেছে।
সনাতন কয়েক সেকেন্ড চেষ্টা করলো
ধাক্কাধাক্কি করে দরজা খুলতে।
মিনিট খানেকের মধ্যেই
ট্রেন শুরু করলো চলতে।
সনাতন একজনের সঙ্গে কথা বলে বুঝলো
সে বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছে।
সে এদিক ওদিক খুঁজে
কন্ডাকটার গার্ডের কাছে পৌঁছুল।
ʼআপনাকে তো ফাইন দিতে হবেʼ.
সব শুনে কন্ডাকটার গার্ড তাকে বললো।
ʼস্যার, আমার বৌ-বাচ্ছা ভূপাল স্টেশনেʼ
ʼআমার জন্য চিন্তা করছেʼ।
ʼকাছাকাছি কোথাও যদি আমাকেʼ
ʼনামিয়ে দেন ট্রেন থামিয়েʼ।
ʼকাছাকাছি মানে পরের স্টেশন উজ্জয়িনʼ
ʼসেখানে নেমে যাবেন ফাইন দিয়েʼ
সনাতন ভূপাল থেকে সিংগ্রোলির টিকিট দেখিয়ে বললো,
ʼস্যার, এই তো আমার টিকিটʼ।
ʼআপনি কি ইনফ্যান্ট, বন্দে ভারতে উঠেছেনʼ,
ʼআর দেখাচ্ছেন অন্য টিকিটʼ।
এরপর হাজার টাকা ফাইন দিয়ে
সনাতন উজ্জয়িনতে নামলো।
সেখান থেকে সাতশো টাকা ভাড়া দিয়ে
সে অনেক পরে ভূপালে পৌঁছালো।
ততক্ষণে তার নিজের ট্রেন
অনেক আগেই চলে গেছে ভূপাল ছেড়ে।
টিকিটের দাম চার হাজার টাকাও ছেড়ে গেছে
টিকিটটা নষ্ট করে।