|| নিজের শরীরের – সব জানেন? ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Do you know your body fully?
আমরা সত্যই সম্ভবতঃ জানিনা
ভগবান আমাদের কতটা ʼইউনিকʼ বানিয়েছেন।
বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে কষ্ট করে
নিজের কাজের ʼইউ এস পিʼ দেখাতে চান।
আমরা জন্ম থেকেই যে কতটা ʼইউনিকʼ
সেটা আমরা খেয়াল করি না।
আমাদের শরীরের অনেকগুলি অঙ্গ-প্রত্যঙ্গ
অন্যদের থেকে যে আলাদা, তা হয়ত জানি না।
একজনের কান
অন্য একজনের থেকে আলাদা।
কানের বাইরের দিকে পাতায় অজস্র উঁচু নিচু আছে,
যা একজনকে অন্যজনের থেকে আলাদা করে।
চোখের ʼআইরিসʼ বা চোখের তারার রঙ
আলাদা আলাদা।
দুই যমজ ভাই-বোনেদেরও
একজনের থেকে অন্যজন আলাদা।
মানুষের হাঁটা এক এক জনের
এক এক রকম হয়।
কোনোও মানুষের হাঁটা ভালভাবে পর্যবেক্ষণ করলে
সে যতই মেক-আপ করুক, তাকে চিনে নেওযা যায়।
দুটি মানুষের জিভ
কখনওই এক রকম হয় না।
জীভের সাইজ আলাদা আলাদা হয়
জীভের ভেতরে লক্ষ লক্ষ উঁচু নিচু আছে, যা আলাদা।
গলার স্বর দুটি মানুষের
একে বারে এক হয় না।
যা কাছাকাছি মনে হলেও
এক বলা যায় না।
আমাদের যে দু-পাটি দাঁত আছে
তা সত্যিই আলাদা।
দাঁতের শেপ, সাইজ, বিন্যাস
সবই আলাদা।
চোখের রেটিনা তো
পাশওয়ার্ডের কজ করে।
তাই এটি একটি মানুষকে
অপরের থেকে আলাদা করে।
ফিংগারপ্রিন্ট যে ইউনিক
সেটি সর্বজনবিদিত ।
তাই এটি একজনের থেকে
অন্যজনকে আলাদা করে।