|| নিজেকে সন্মান করুন ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Nijeke Sanman Karun
ভালবাসতে জানলে
নিজেকে ভালবাসুন।
দেখবেন অন্যদের তখন
আরো বেশী ভালবাসছেন।
নিজেকে খারাপ ভাবা
এখন থেকে বন্ধ করুন।
দেখবেন অনেক ভাল ভাল কাজ
আপনি করতে পারছেন।
নিজের সঙ্গে অন্য কারো
তুলনা ছেড়ে দিন।
গতকালের আপনার সঙ্গে
আজকে আপনার তুলনা করুন।
নিজের কাজের ওপর
বিশ্বস্ত থাকতে হবে।
তাতে অন্য সব কাজ
আরও ভালভাবে হবে।
নিজের মনকে সবসময়
শান্ত রাখতে হবে।
তাতে অনেক বেশী কাজ
ভাল করে হবে।
নিজের সব পছন্দের কাজ
করে চলুন মন দিয়ে।
সবাই প্রশংসা করবে
এসব দেখতে পেয়ে।
নিজের কথার দাম রাখুন
নিজের কথা মতো।
সবাই স্বীকার করবে
এটা আপনার চরিত্রগত।