|| নিঃশর্ত ক্ষমা ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Nirshata Shama
সব রঙ মিশে যে রঙ হয়
সেটা তো সাদা।
তাই সবাই যে রূপে দেখে তোমায়
তুমি তো সেই রূপী নও দাদা।
অনেক অন্ধকারে তো কাটালে জীবনে
আর ঘেট না কাদা।
হিংসাবৃত্তি ছাড়ো এবারে
মনটা আনো ভালো কাজে।
এখনও কুকাজ বন্ধ না করলে
সামনে তোমার বিপদ নাচে।
রাতের কালো ধুয়ে ফেলো
অনেক ভালো কাজ তো আছে।
মানুষ হʼয়ে জন্মেছ যখন
তুমি মানুষ হʼয়ে ওঠো।
মনের সব আত্মগ্লানি ভুলে
ভালো রাস্তায় ছোটো।
দুঃখ তোমার কমবে এতে
ভুল শোধরাতে জোটো।
রাতের পরেই আসে যে দিন
সেই দিনে নিজের মুখটা দেখে নাও।
কালো রাতের, কালো কাজের
নিঃসর্ত ক্ষমা চাও।
শুভ্র আলোয় শুভ্র মনে
দেবাঞ্জলি আজ দাও।