|| নাম শুনে যায় চেনা – এক ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Naam Shune Jai Chena – 1
লক্ষ্মী
বড়সড় চোখটি মেয়ের
লক্ষ্ণী নামটি দেওয়া বাবার।
বাড়ীর সুখ পায়নি সে যে
ফুটপাথই তার ঘর সংসার।
অনাথ মেয়ে লক্ষ্মীর যে
বাবা-মা কেউ তো নেই।
গাড়ী চাপা পড়ে মারা গেছে
তারা দুজনে এক সঙ্গেই।
ছিপছিপে ষোড়শী সে
সব সময়েই ব্যস্ত।
আসেপাশের সব মানুষের
দুঃখ ঘোচানোর কাজই তার ন্যস্ত।
ক্যাপটেন বলে অনেকেই তাকে
কেউ আবার দিদিভাই বলে।
সাহসী আর সত্যি কথায়
সবার কাজই করে চলে।
কারো খাবার না থাকলে
দিয়ে দেয় সে নিজের খাবার।
বিপদে পড়লে যে কোনোও মানুষ
ছুটে গিয়ে তাকে করে উদ্ধার।
পড়াশুনা করে সময় পেলেই
শেখায় আবার আশেপাশের ছেলেমেয়েকে।
মুখে তার হাসি লেগেই থাকে যে
কাজ তার কত, ক্যাপটেন যে।
পরিশ্রমী মেয়ে সে
একটি স্কুলে কাজ করে।
ফাইফরমাস থেকে সব রকম কাজ
আর চা বানাতে ভালই পারে।
পুলিশের দল একদিন এলো
ভাঙ্গতে ফুটপাথের সব ঘর।
প্রতিবাদ করে সে সবার আগে
মিউনিসিপ্যালিটি দেয় টালির ঘর।
ফুটপাথ ছেড়ে নতুন ঘরে
সবার হয় নতুন সংসার।
ওদের ছেলে মেয়েরাও বড় হয় ক্রমে
করে নানান রোজগার।
ফুটপাথের ওই মেয়ের জন্য
মানুষগুলো পায় নতুন জীবন।
লক্ষ্মী মেয়ের মনের জোরে
ওই মানুষদের হয় ঊত্তরন।