
|| ডক্টরস ডে ২০২৩ ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Doctor’s Day, 2023
উনিশশো তেইশের
ডক্টরস ডে আজ।
তাঁরা সত্যিই ভগবানের মতো
এটা করেছে তাঁদের কাজ।
মৃতপ্রায় অনেক মানুষ
হসপিটালে আসে।
তারা সুস্থ হয়ে বাড়ীতে ফেরে
নতুন হয়ে বাঁচে।
কত মানুষ নানান কষ্ট নিয়ে
ডাক্তারের কাছে যায়।
ওষুধ খেয়ে, অপরাশনে
তারা ঠিক হয়ে যায়।
ভগবান মানুষকে প্রাণ দিয়েছেন
সেই প্রাণ রক্ষা করেন ডাক্তারবাবুরা।
যে প্রাণ প্রায় বেরিয়েই যাচ্ছিল
ডাক্তারবাবুরা ধরে আনেন সেই প্রাণভোমরা।
সব ডাক্তারবাবুদের প্রণাম জানিয়ে
শেষ করি আমার কবিতা।
আগামী জন্মে ডাক্তার হʼতে চাই
যদি হয় মোর যোগ্যতা।

