|| টাকার দাম দেওয়া ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Takar Dam Deya
টাকার দাম সেই বোঝে
যে রোজগার করে।
বড়লোকের বেকার ছেলে
তা অবলীলায় নষ্ট করে।
রোজগারেতে মানুষকে অনেক
কষ্ট করতে হয়।
বিজনেসেতেও অনেক কাজের পর
লাভের মুখ দেখতে হয়।
কষ্টের উপার্জন যে কোনও মানুষ
দেখেশুনে খরচ করে।
জীরনে তাদের শান্তি থাকে
ভবিষৎ সুন্দর করে।
তাই টাকার দামটি দিলে সবাই
টাকা থাকে দরকারের দিনে।
জীবনের কষ্ট লাঘব হয়
খুশি থাকে তার মনে।