|| টাইম মেশিন ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Time Machine
মাঝে মাঝে মনে হয়
টাইম মেশিনে চড়ে পিছনে গেলে বেশ হয়।
অনেক না পারা কাজ
তখন হবে অবলীলায়।
যা পারিনি কোনও দিনও
সে সব কাজ হবে এক তূড়িতে।
লাল নীল সবুজের রোশনাইতে
মন ভরে থাকবে খুশিতে।
অঙ্ক – সায়েন্স – কম্পউটার সায়েন্স
এগুলো ছিল আগের পছন্দ।
এবারে তো সংস্কৃত পড়ব
মহাকাব্যের শ্লোক পড়ে হবে আনন্দ।
ডাক্তার বাবুর কাছ ছুটতে হয়
এখন শরীর খারাপ হলে।
হোমিওপ্যাথি নয়, চিকিৎসা করব
চেম্বারেতে পেসেন্ট এলে।
অভিনয়টা করেছি
একটু একটু এই জন্মে।
বড় অভিনেতা হয়ে
প্রাইজ পাব নিজের কর্মে।
সেই যে ঝগড়া হলো পাড়ায়
আমার তখন ক্লাস নাইন।
এখন ঝগড়া হবে না তো
দিন যাবে সত্যি ফাইন।
যে সব কাজ করতে পারিনি
পরিবারের জন্য।
এবারে সেটা করেই ছাড়বো
কাজটা হবে অনন্য।
চাকরি করে কাটিয়েছি
এই জন্মে সব সময়ে।
এখন হব বিজনেসম্যান
বিখ্যাত প্রোডাক্ট বানিয়ে।
দিনের বেলা এসব ভাবলে
সেটা তো হয় দিবা-স্বপ্ন।
বর্তমানে ফিরে আসতে চাই
চিরদিনের জন্য।