|| টয় ট্রেন ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Toy Train
শৈল শহর দারজিলিং যেতে
মজার যাওযা টয় ট্রেনে করে।
শিলিগুড়ি স্টেশন থেকে দারজিলিং
এটা চলাচল করে।
দুরত্ব নয় খুব বেশী
প্রায় চুরাশি কিলোমিটার।
এই দুরত্বে ট্রেনটিকে ওপরে
উঠতে হয় দু হাজার আটান্ন মিটার।
অনেক জায়গায় ট্রেনের পাশাপাশি
গাড়ী চলে রাস্তায়।
দুʼদিকের যাত্রীর একে অন্যকে
হাত নেড়ে অভিনন্দন জানায়।
এটি দু-ফিট ন্যারো গেজ রেললাইনের
ওপর দিয়ে যায়।
বাইশশো আটান্ন মিটার ওপরে এটি
ঘুম স্টেসনে গিয়ে দাঁড়ায়।
ঘুম ভারতের সবচেয়ে উঁচু
রেলওয়ে স্টেশন।
দারজিলিং পৌঁছুতে ট্রেনটি আবার
নামে দুশো মিটারের মতন।
ট্রেনটি সুখনা জঙ্গলের
ভেতর দিয়ে যায়।
জঙ্গলের গাছপালা দেখতে
সবাই আনন্দ পায়।
রাস্তায় যেতে যেতে
আসে বাতাসিয়া লুপ।
সেটি দেখতে সবারই
দৃষ্টি থাকে লোলুপ।
আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও
দেখা যায় ট্রেনে বসে বসে।
হিমালয়ের রানিকে এত সহজে দেখে
সবাই ফোটো নেয় মনের সুখে।
প্রায় তিন ঘন্টা সময় লাগে
শিলিগুড়ি থেকে দারজিলিং পৌঁছুতে।
ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
তকমা দিয়েছে এটিকে।