
|| জেনোম সিকোয়েনসিং ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Genome Sequencing
হিউম্যন জেনোম প্রজেক্ট শুরু হয় উনিশশো নব্বইয়ে,
শেষ হয় দু হাজার তিনে।
মানুষকে জানতে হবে, সেই সব খবর
যা আছে তাদের জিনে।
লক্ষ খানেক মানুষের নেওয়া হলো জিন
তৈরী হলো বিরাট এক ডেটাবেস।
জিনের মধ্যে লুকানো আছে
বংশ পরাম্পরায় সে যা পেয়েছে।
প্রায় ছʼহাজার বিভিন্ন রোগের সম্ভাবনার জিন
মানুষ খুঁজে পেয়েছে।
জিন টেস্টে সে সব রোগের
হদিশ পেলে পরে,
চিকিৎসা করে ভাল করা
সম্ভব হতে পারে।
অনেক বড় বড় ডাক্তারদের
এটা নিয়ে গবেষনা হলো।
তারা এ সব জন্মগত রোগের
ওযুধেরও সন্ধান পেলো।
আগামী দিনে মানুয যাবে
এ সব জেনোম আ্যনালিসিস সেন্টারে।
মানুষের জিন পরঈক্ষা করে
যারা সব বলে দিতে পারে।
চিকিৎসা বিজ্ঞানে একদিন
এমনই জোয়ার আসবে।
বংশগত কঠিন রোগ থেকে
মানুষেরা বাঁচবে।

