
জন্মাষ্টমীতে গোপালের বায়না
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
The Demands of Gopal for Janmastami
জন্ম হবে পরশু তোমার
আগে থেকেই বায়না?
লক্ষি হয়ে থাকো তুমি
বেশী কিছু চেয়োনা।
কি চাই বলো জন্মদিনে
করতে হবে যোগার,
বয়েসটাতো তো হলো অনেক
তাই কাজ দিও না ছোটার।
নতুন জামা আনতে হবে
নতুন উত্তরীয়।
জামার ম্যাচিং গয়নাও চাই
নতুন মালা দিয়ো।
সিংহাসনে বসবো না আমি
নতুন দোলনা আনতে হবে।
সাজিয়ে দিও দোলনাটাকে
যেন সোনার মতো দেখতে লাগে।
তালের বড়া করতে হবে
সঙ্গে নানান নাড়ু চাই।
গোবিন্দভোগের পোলাও কোরো
সঙ্গে একটা রসাও চাই।
খিচুড়ি আর নানান ভাজা
পনীর ডালনা করতে পারো।
চাটনি কোরো খেজুর দিয়ে
নলেন গুড়ের পায়েস কোরো।
ননী, মাখন এসব তো
না বললেও পেয়ে যাব।
দোলনায় যখন দুলবো আমি
তালের বড়া মুখে পুরবো।
এছাড়া তুমি আর যা পার
করতে পার তোমার মতে।
এসব খবর জানিও না একদম
রাধারানীর বাড়ীতে।

