
|| ছোট্ট ছেলে ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chotto Chele
সবাই চায়
নিজের ছেলে বড় হোক।
মানুষের মতো মানুষ হয়ে
সে বিশ্বজয় করুক।
সেটাই হবে
তাকে মানুষ তৈরী করলে।
জীবনের মূল্যবোধ শিখতে পারলে
ভিতটা শক্ত হবে।
ভাল-খারাপ বুঝতে শিখে
একদিন সে ঠিক চিনবে।
কোনটা করবে, কোনটা করবে না,
নিজেরই সেই বিচার-বুদ্ধি হবে।
পড়াশুনা যেটা সে চায়
সেই দিকেতেই এগিয়ে গেলে,
পড়ার জিনিষ প্যাশন করলে
পাহাড় চূড়ায় জয় মেলে।

