|| ছায়াহীন শহর ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Shadowless City
সূর্য্য ওঠার পরে দেখি
ছায়া সবথেকে বড়।
ছায়ার দৈর্ঘ্য কমতে থাকে
বেলা যত হয় বড়।
পশ্চিম দিকে সূর্য্য ঢললে
ছায়া হয় আবার বড়।
এই ভাবে ছায়ার খেলা চলে
দিনের পর দিন।
কোনোও কোনোও শহর
ছায়াহীন হয় বছরে দুʼদিন।
ইকোয়েটরের সাড়ে তেইশ ডিগ্রী নর্থে
ট্রপিক অফ ক্যান্সার।
ইকোয়েটরের সাড়ে তেইশ ডিগ্রী সাউথে
ট্রপিক অফ ক্যাপ্রিকন।
এই দুই অক্ষাংশের মধ্যে
যে শহরগুলি পড়ে,
তারাই বছরে দুʼদিন
ছায়াহীন হয়ে পড়ে।
ভারতের আটটা স্টেটের সব শহর
পায় এমন শ্যাডোলেস ডে ।
দু হাজার তেইশে পাঁচই জুন আর সাতই জুলাই
কোলকাতার শ্যাডোলেস ডে ।