|| ছাতাটা কোথায় গেল? ||
Poetry

|| ছাতাটা কোথায় গেল? ||

Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

Chatata Kothay Gelo

ʼছাতাটা কোথায় গেলʼ?

ʼছাতাটা দেখেছ ʼ? ʼএই তো ছিলʼ।

ʼতুমি তো ছাতাটা নাওই নিʼ, বউ বলে।

ʼএই নাও, ওটা জায়গাতেই ছিলʼ।

রমেন বাবু গজগজ করতে করতে

          বাজারের দিকে হাঁটা দিলেন।

একটা মোটর বাইক পাশে এসে দাঁড়ায়।

                   ʼকি রে কেমন আছিসʼ?

ʼভালʼ। তুই কেমন আছিসʼ?

বন্ধু ছাতাটা রমেনবাবুর হাত থেকে নিয়ে,

                           খুলে আবার ধরিয়ে দিলেন।

ʼছাতা নিয়ে যাবিʼ,

        ʼআবার রোদ্দুরও লাগাবিʼ,

 ʼমানেটা কিʼ?

ʼহ্যাঁ, তাই তোʼ,

                    ʼরোদ্দুর ভালই উঠেছেʼ।

ʼবাড়ীতে তো প্রাণান্তকর অবস্হাʼ,

                   ʼযা গরম পড়েছেʼ।

ʼতুই কোন দিকে যাবিʼ?

                   ʼআমি বাজারে যাবʼ।

ʼগাড়ীতে বোসʼ

         ʼবাজারের কাছে নামিয়ে দেবʼ।

রমেনবাবু ছাতাটা বন্ধ করে,

                           বাইকে বসলেন।

ʼবর্ষা এখনোও আসছে নাʼ

                           ʼবৃষ্টির দেখা নেইʼ।

বর্ষাকাল তো আসেনি বাবা,

                             ʼবল, বৃষ্টি নেইʼ।

ʼতুই নাম, আমি ডানদিকে যাবʼ।

রমেনবাবু বাইক থেকে নামলেন।

ʼবাইʼ, বন্ধু চলে গেল।

রমেনবাবু আরেকটু হেঁটে বাজারে পৌঁছুলেন।

ʼকুমড়ো কত করেʼ?

                          ʼবাবু ষাট টাকা কিলোʼ।

ʼবলিস কিʼ?

              ʼষাট টাকা কিলোʼ?

ʼএক কিলো দেʼ,

         ব্যাগ বাড়িয়ে সবজি নিলেন।

ʼউচ্ছে কত করেʼ?

                 ʼআশি টাকাʼ।

ʼএক কিলো দেʼ,

                   ʼএই নে একশো চল্লিশ টাকাʼ।

উচ্ছে নেবার সময়,

                       ছাতাটা গেল পড়ে।

আরও কিছু সবজি নিয়ে

                     রমেনবাবু চললেন ফিরে।

একটু পরে বাড়ী পৌঁছুলেন

                   মুখে এক প্রশান্তি।

ʼদেখ তোমার সব সবজি এনেছিʼ,

                   ʼএবার তো খুশিʼ?

ʼহ্যাঁ, সে তো হলোʼ,

                   ʼকিন্‌তু তোমার ছাতা কইʼ?

তাইতো, এত সাবধানে রাখি

                     তবু সেই হারিয়ে যায়।

রমেনবাবু আবার

                   বাজারে পৌঁছুলেন।

এক একটা সবজির দোকানে

    জিজ্ঞেস করেন, ʼআমার ছাতাটা দেখেছোʼ?

ঘুরতে ঘুরতে উচ্ছেওলার কাছে দেখলেন,

                   ছাতাটা একপাশে পড়ে আছে।

সযত্নে ছাতাটা তুলে নিয়ে বলেন,

            ʼআমি জানিই না, তোর এখানে পড়ে আছেʼ।

ছাতা মাথায় দিয়ে

                     বাড়ী দিকে চললেন।

এই ছাতাটা বারবার

                     কেন হারিয়ে যাবে?

ভাবলেন, এটাকে হাতে নয়

       কোনোও ব্যাগে নিয়ে হাঁটতে হবে।

LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with our latest poetry and stories 😎

We don’t spam! Read our [link]privacy policy[/link] for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *