|| চোরের ভাল হওয়া ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chorer Bhalo Howa
একটি চোর যখন
জেলে যায় চুরি করে
তখন সবাই তার নিন্দে করে,
তাকে অসামাজিক প্রানী বলে মনে করে।
ওই চোর ছেলেটি হয়ত বা কোনও
ভাল পরিবার থেকে এসেছে।
কিন্তু ইনডিসিপ্লিন কাজ করে
সে আজ জেলে এসে পৌঁছেছে।
ওই ছেলেটি যখন জেল থেকে
ছাড়া পেয়ে বাড়ীতে আসবে,
তখন সবাই ওকে
ঘৃণার চোখে দেখবে।
সে যদি ʼজীবনে চুরি করবো নাʼ
– এ প্রতিজ্ঞাও মনে মনে করে,
তবুও সবাই সাধারণ কাজ থেকে
তাকে দূরে সরিয়ে দেবে ঘৃণা ভরে।
তখন তার কাছে
দুটি গথ খোলা।
প্রথমটি, আবার চুরি করা, আর
পরেরটি নিজেকে শেষ করে ফেলা।
এটি সত্যিই একটি সামাজিক ব্যাধি
এর প্রতিকার প্রয়োজন।
নইলে একটি মানুষ, যে ভাল হʼতে চায়
তার অকালে যাবে প্রাণ।