|| চিন্তা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chinta
মানুষ জীবনের নানান সমস্যায়
দুঃচিন্তা করে।
সেই দুঃচিন্তা মানুষের শরীর ও মনকে
শ্রান্ত করে।
নিজের কাজের ফলস্রুতি
সে নিজেই ঠিক করে।
সেই ফল যদি না মেলে
তাহলে সে ভেঙ্গে পরে।
তাই নিজের কাজের ফল
চিন্তা না করে,
সবাই নিজের নিজের কাজ করে যান
ভালো করে।
কাজের ফলস্রুতি মানুষের
হাতের বাইরে।
তাই মনের খুশি নিয়ে কাজ করুন
ভালো, আরও ভালো,… করে।