
|| চাঁদে মানুষ থাকবে? ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chande Manush Thakbe?
মানুষ কল্পনা করে
কি না করতে পারে?
চাঁদের বুড়িকে দেখে একদিন কল্পনা করেছে
তার পাশে সে গিয়ে বসতে পারে।
সে কল্পনা আজ বাস্তবে
রূপায়িত হয়েছে।
মানুষ চাঁদে পারি দিচ্ছে
বারবার বিভিন্ন কাজে।
লিওনার্দো দা ভিঞ্চির কল্পনায়
মোনালিসা ছবি সৃষ্ট হয়।
শিল্পির কল্পনার ক্যানভাস
বাস্তবে হয়ে ওঠে মনোমুগ্ধময়।
বৈজ্ঞানিকরা কিছু দেখে
লজিক্যালি কল্পনার ছবি দেখান।
পরে সেটি বিভিন্ন পরীক্ষায়
হয় তার সত্যতা প্রমাণ।
আমবা স্বপ্ন দেখে কোনও
ভবিষৎ কল্পনা করি।
যা পরে প্ল্যানমত কাজ করে
বাস্তবায়িত হয়েছে দেখতে পারি।
কিন্তু সেই কল্পনা শক্তিকে
ভ্রান্ত পথে ব্যবহার ঠিক নয়।
তাতে কল্পনার সোনার হরিণ ধরার নেশা
হতাসায় পরিবর্তিত হয়।
তাই কল্পনা শক্তিকে
ভালো কাজে লাগাতে হবে।
নিউটনের গাছের আপেল পড়া দেথে
পৃথিবীর মার্ধাকর্ষন শক্তি আবিস্কৃত হবে।

