|| চকলেট ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chocolate
এই তো কʼদিন আগে
ছিল ওয়ার্ল্ড চকলেট ডে।
সবাই আমরা সেলিব্রেট করলাম
বিভিন্ন চকলেট খেয়ে।
চকলেটের এমনই টেস্ট
যে এটা সবার কাছে প্রিয়।
বাচ্ছা ছেলে মেয়েদের কান্না থামে
যখন সে শোনে – এটা তুমি খেয়।
বড়দের মধ্যে লুকানো বাচ্ছা
বেরিয়ে আসে চকলেট দেখে।
সবারই হাত এগিয়ে যায়
সবাই চায় হাতে পেতে।
কোকায়া গাছের ফলের বীজকে
কোকো বীন বলে।
সেই কোকো বীন
থেকেই তৈরী হয় চকলেট।
এটি প্রধানতঃ তিন প্রকার,
সাদা, মিল্ক ও ডার্ক চকলেট।
চকলেট মানুষের
মন ভাল করে।
এটি হার্টের স্বাস্হ্যও
উন্নতি করে।
এই কোকায়া মানে
ভাল খাবার।
এটি মস্তিস্কের কাজেও
খুব দরকার।
রোগের প্রতিরোধক হিসাবেও
এটির ব্যবহার হয়।
ডার্ক চকলেট শুধু
কোকা বীন থেকে তৈরী হয়।
তাই যাদের মিষ্টি পছন্দ নয়
তারা ডার্ক চকলেট খায়।
এতে ক্যালোরি না বাড়িয়ে
চকলেটের গুনটি পাওয়া যায়।