
গোপালের জন্মদিন গালন
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Celebrating the Birthday of Gopal
গোপালজী, একটি বছর পরে আবার
আজকে তোমার জন্মদিন।
পৃথিবীর সব ভক্তই
পালন করছে এই দিন।
স্নান করতে হবে আগে
আছে দুধ, দই,ঘি, মধু, চিনি আর চন্দন।
এক এক করে মাখো তুমি
শান্ত হয়ে এসব নানা উপকরণ।
এবার পরো নতুন জামা
নতুন উত্তরিয়।
সাজিয়ে দি তোমায় এখন
পছন্দ কিনা জানিও।
এবার বসো দোলনাতে
সাজানো আছে তোমার জন্যে।
কেমন লাগছে দোল খেতে
জানি হাসছো তুমি মনে মনে।
তালের বড়া, মুরকি, বাতাসা
হোমমেড চকলেটও আছে ।
এবার তুমি মুখে পোরো
তালে তালে যেমন দোলনা দুলছে।
দোল খেলে শুধু হবে না
খাও নানান নাড়ুও।
ওই যে তোমার মাখন মিছরি
চেঁটে পুঁটে সব খেয়ে নিও।
ফল, মিষ্টি খাও তুমি
যা তোমার খুশি।
দোল খেতে খেতে মজার খাওয়া
হেসেই লুটোপুটি।
জগত সংসারের নানান
তোমার জন্য পেন্ডিং আছে।
খাওযার সঙ্গে মন দাও
তোমার সব দরকারী কাজে।
একটু কাজ করলে হজম হবে
একটু পরেই আসছে লাঞ্চ।
পায়েস খেলেই চলবে না কিন্তু
আছে নানান ব্যন্জন তোমার জন্য আজ।
তোমার হাসি ছড়িয়ে পরুক
পৃথিবীর সব মানুষের কাছে।
সবাই যেন হাসতে পারে
তোমার মিষ্টি আশীর্বাদে।

