
|| খারাপ মন ভালো করা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Kharap Monke Bhalo Kora
মন, মেজাজ সব খারাপ?
কিছুই ভালো লাগছে না।
খারাপ মনে না থেকে
দেখা যাক, মনটা ভাল হয় কিনা।
ঠিক করতে গেলে, কেন খারাপ
সেটা আগে জানতে হবে।
যেমন রোগ, তেমন দাওযাই
দিতে পারলে মনটা ভালো হবে।
অফিসের গন্ডগোল থাকলে
ভবিষতে তা ঠিক করতে হবে।
কাছের মানুষের দুঃখ হলে
তার মনটা ঠিক করতে হবে।
তার হাসিমুখ দেখতে পেলে
আপনারও মনটা খুশিতে ভরে যাবে।
কোলও দুঃখজনক ঘটনা হলে,
মন ঠিক করতে পছন্দের গান শুনতে হবে।
গান শুনতে ইচ্ছে না হʼলে
কোনও ভিডিও দেখা ব কোনও গেমস খেলতে হবে।
কোনও ইন্টারেস্টিং খাবার অর্ডার করে
আপনার সঙ্গে বাড়ীর মানুষেরাও খুশি হবে।
মানুষের জীবন একটা বোতলে জলের মতো,
তার বেশীরভাগ ফোঁটা জীবন আনন্দে থাকুন।
আপনার সঙ্গে, আপনার পাশের মানুষগুলোও ভাল থাকলে
নিজে খুশিতে থেকে, জীবনটাকে উপভোগ করুন।

