|| কুসংস্কার ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Kusanskar
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
এ আই-এর যুগে মানুষ
অনেক দূর এগিয়েছে।
কিন্তু বিভিন্ন কুসংস্কার
মানুষকে পিছিয়ে দিচ্ছে।
ধর্মের নামে কুসংস্কার
তো বহুকাল ধরে চলছে।
এছাড়া জাত-পাত ও ছোঁয়া-ছুঁয়িরও
অনেক গোঁড়ামি আছে।
এখনও গ্রামাঞ্চলে ডাইনি সন্দেহে
বহু নারীর প্রাণ শেষ হচ্ছে।
আবার কোনও মৃত আত্মা কারোর শরীরে
প্রবেশ করেছে বলে তাকে পিটিয়ে মারা হচ্ছে।
অশিক্ষার অন্ধকারে মানুষ আজও
ওঝার শরণাপন্ন হয়।
সাপে কাটা রোগীর চিকিৎসা
ওঝাকে দিয়ে করানো হয়।
অনেক যায়গায় দিনের বেলা মৃত কোনও
আত্মাকে ডেকে মানুষের ভর হয়া
তখন সেই ভর-হওয়া মানুষটি কাউকে মারতে বললে
তাকে পিটিয়ে মারা হয়।
মানুষ পৃথিবীতে জন্মেছে বাঁচার জন্য
তাকে বাঁচতে দিতে হবে।
আগামী দিনে মানুষকে
এসব কুসংস্কার থেকে মুক্ত হতে হবে।