|| কুকুরের ডাক বোঝা ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Understand the barking of dog
একসঙ্গে অনেক কুকুর ডাকলে
বিরক্ত হই আমরা।
কেন ডাকে ভেবেছেন কি
দেখেছেন তখন ওদের চেহারা?
একঘেয়ে হয় জীবন যখন
অকারণে ডাকতে থাকে।
চায় তখন সে খেলা করতে
আদর করে কেউ যদি ডাকে।
গভীর গরগর শব্দ মানে
দুশ্চিন্তা বা ভয় পেয়েছে।
অচেনা কোনোও মানুষ দেথলে
মনিবকে সে জানাচ্ছে।
শরীরে কোনোও যন্ত্রণা হলে
এক বিশেষ ধরনের ডাক দেবে।
আশেপাশে কুকুর থাকলে
তাকে এসে সাহায্য করবে।
কুকুর যখন বিস্মিত হয় তখন
একটা লম্বা ডাকের পর ছোট ছোট ডাক দেয়।
কেউ এসে তাকে সাহচর্য্য দিলে
ক্রমে তার ডাক বন্ধ হয়।
উত্তেজনা হলে তার
খুব জোরে জোরে ডাকবে তখন।
অন্য কুকুরদের জানিয়ে দিয়ে
শান্ত হবে গুডবয়ের মতন।
ক্ষিদে পাওয়ার সময়ে তার
খাবার যদি না মেলে,
চেঁচিয়ে করবে পাড়া মাথায়
পছন্দের খাবার না পেলে।