
|| কুকুরের কয়েকটি আচরণ ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Kukurer Kichu Acharan
কুকুর কাঁদে
য়খন তার ক্ষিদে পায়।
এছাড়াও তার যখন
কোনোও কষ্ট হয়।
বাড়ীতে কেউ মারা গেলে
তার বিয়োগ ব্যখাায় সে কাঁদে।
প্রাকৃতিত বেগেও, সে ছোটাচুটি করে
আর কুঁই কুঁই করে কাঁদে।
মনিবের রাগে সে কষ্ট পেলে
কোনোও এক জায়গায় লুকিয়ে থাকে।
আবার কখনও কখনও, মনিবের রাগ কমাতে
তার পায়ে পায়ে ঘুরে বেরাতে থাকে।
আবার মনিবের ওপর সে রেগে কোনোও কুকর্ম করলে
সে মনিবের কাছে আসে না।
তবুও কুকুরের মতো এত ভাল বন্ধু
মানুষের আর একটিও মেলে না।

