|| কমপ্লেক্স রিজিওনাল পেন সিন্ড্রোম ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Complex Regional Pain Syndrome
দশ বছরের একটি মেয়ের
পায়ে একটি ফোস্কা হয়।
পরে সেই ফোস্কায় সংক্রমণে
প্রবল যন্ত্রণা হয়।
এখন মেয়েটির তীব্র যন্ত্রণার সাথে
পা ঝনঝন করে।
চান করতে পারছে না,
বাবা-মা গায়ে হাত দিলেও সে চিৎকার করে।
কমপ্লেক্স রিজিওনাল পেন সিন্ড্রোম
নাম এ রোগটির।
এতে প্রচন্ড স্নায়বিক
নিউরোপ্যাথিক পেন হয় পেসেন্টের।
সেনসরি নার্ভ স্পাইনাল কর্ডের মাধ্যমে
যন্ত্রণা বয়ে নিয়ে যায়।
এজন্য নার্ভের ও ব্যথা কমানোর
ওষুধ দেওয়া হয়।
ওষুধ ছাড়াও মিরর থেরাপি দিয়ে
ব্যায়াম করানো হয়।
আয়নায় ক্ষতিগ্রস্ত পা কে ভাল পা মনে করে
ʼযন্ত্রণা নেইʼ- এই খবর ব্রেনে যায়।
এভাবে চিকিৎসা করে
রোগীর অনেক উন্নতি হয়।
ভারতবর্ষেও এ রকম রোগী
দেখতে পাওয়া যায়।