|| কঠিন কাজ ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Kathin Kaaj
ʼবন্ধ করো তোমার কাজʼ, গৌরী বলে।
ʼগোটা পাহাড়টাই তো ভেঙে ফেললেʼ।
রামরতন কাঠফাটা রোদ্দুরে
পাহাড় ভেঙে যাচ্ছে।
ওর স্থির বিশ্বাস, এই গাহাড়ের
নিচে জল আছে।
রাজস্থানে একটা ছোট্ট ঘরে
রামরতন আর গৌরী থাকে।
রামরতন শেষ কয়েক মাস ধরে
পাথড় ভাঙ্গছে।
রামরতনের ঘরের সামনে
একটা ছোট্ট পাহাড় আছে।
সেই পাহাড়ে কেউ আসে না
ওটা পরিত্যাক্ত হয়ে পরে আছে।
গৌরী বোঝে না,
রামরতনের কান্ড কারখানা।
পাহাড় ভেঙ্গে জল কি করে আসবে
তা গৌরীর অজানা।
আশেপাশের মানুষজন জানে
রামরতনের মাথার ঠিক নেই।
কিন্তু রামরতনের বদ্ধমূল ধারনা
সে পাহাড়ের নীচে জল পাবেই।
সেদিনও রোদের মধ্যে
হাম্বল দিয়ে সে পাহাড় ভাঙ্গছে।
গৌরী দূরে ঘরে
ব্যস্ত নানান কাজে।
রামরতন ছুটে এসে গৌরীকে বল্ল,
ʼগৌরী জলের আওয়াজ পাচ্ছিʼ।
গৌরী কিছুই বুঝলো না,
ভাবলো মাথার ব্যামোটা বেড়েছে।
রামরতন আবার ফিরে গেল
পাথড় ভাঙ্গার কাজে।
তারপর পাঁচদিন ধরে চলে
ওই পাথড় ভাঙ্গার কাজ।
হঠাৎ জল বেরিয়ে আসে
ফোয়ারার মতো।
রামরতন চিৎকার করে বলে,
ʼগৌরী জল দেখʼ।
ততক্ষনে আশেপাশের সবাই
ছুটে আসে সেখানে।
জল দেখে সবাই উল্লসিত
কেউ কেউ জলের পাত্র নিয়ে আসে সেখানে।
কঠিন কাজ রামরতন করে গেছে
অবিশ্রান্ত ভাবে।
কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমে
আজ সে ফল পেয়েছে।
মানুষ যখন কোনোও কাজ
তার বুদ্ধি ও মন দিয়ে করে যায়,
ভগবানও বোধহয়
তার হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যায়।