||এ আই পরমানু বোমার থেকেও মারাত্মক হতে পারে||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
AI can be dangerous than atom bomb
আজকের দিনে মানুষ
ভাবতে পারে না এ আই ছাড়া।
সৃষ্টির উন্নয়নে আজকে
দিনরাত এক করছে তারা।
যে কোনোও কাজের উৎকর্ষে
এখন এ আই-এর সাহায্য লাগে।
পড়াশুনা থেকে শুরু করে
মেডিক্যাল সায়েন্সের কাজে।
কিন্তু উৎকর্ষের শেষ নেই
এ কাজ চলতেই থাকবে।
চলতে চলতে মানুষ
কোথায় পৌঁছবে?
মানুষের নিজের ক্ষমতা থেকে
আগামী দিনে একদিন আসবে,
যেদিন মানুষের সৃষ্ট মেশিনের
ক্ষমতা অনেক বেশী হবে।
সেদিন মেশিন হয়তবা
মানুষকেই অবহেলা করবে।
আর মানব সভ্যতার অস্তিত্ব
সংকটের মধ্যে পড়বে।
এছাড়া এ আই-কে যদি কেউ
খারাপ কাজে ব্যবহার করে।
সেদিন ফ্রাকেনস্টাইনের মতো
যন্ত্রদানব সৃষ্টি হতে পারে।
সেই যন্ত্রদানবের ক্ষমতা অতিমারী বা
পরমাণু বোমার থেকেও বেশী হতে পারে।
যা নষ্ট করতে হলে
সেদিন মানুষেই বিপদে পড়তে পারে।
আবার এ আই সমৃদ্ধ কম্পিউটার
অনেক মানুষের মেধার থেকে উন্নত হবে।
তখন এ আই-এর জন্যে সেই সব মানুষের
চাকরি হারাবার সম্ভাবনা থাকবে।
এসব চিন্তায় বিজ্ঞানীরা
এখন নিজেরাই শঙ্কিত।
চ্যটজিপিটির জন্মদাতা, গুগুল এবং আরো
অনেক বিজ্ঞানীরা এব্যাপারে একত্রিত।
এরা সবাই চায় এ-আই-এর
ক্ষমতা যেন সীমাবদ্ধ হয়।
যাতে মানুষের বিকাশের কারণ
ভবিষ্যতে মানুষের বিরুদ্ধে না যায়।
এজন্য বিজ্ঞানীদের একটি দল
আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবে।
যাতে এ আই-এর প্রগতির সীমা
আইন করে বেঁধে দেওয়া যাবে।