Poetry

এপ্রিল ফুল – প্রথম পর্ব

Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

বাবা, ছেলে ও ছেলের বৌ

                          এই নিয়ে ছোট সংসার ।

সুখ, শান্তি আর হাসি আছে

                          একটু নয়, অপার ।

বাড়ীর সিনিয়র কর্ত্তী আর  চলে গেছেন

                         বছর কয়েক আগে ।

বাবা তাই মনমরা

                        বড়ীর এক কোনায় পরে থাকে ।

গৃহ-কর্তা ও গৃহ-কর্ত্তীর মনের মিল ছিল

                       জমাট মিষ্টি দইয়ের মত ।

সে সময়ে গৃহ-কর্তার মনেও ছিল

                            নানান সপ্ন শত শত ।

সেই প্রাণের মানুষটি যখন চলে যাবার পর

                  গৃহ-কর্তার জীবনের বাঁচার ইচ্ছাই চলে যায় ।

সেই থেকে মানুষটির মুখের হাসিটাও

                             কোথায় যেন মিলিয়ে যায় ।

সেই থেকে বাবা মনমরা

                        কাগজ পড়া, গান শোনা আর টিভিতে খেলা দেখেন ।

সাংসারিক কাজও করতে হয় না

                       তাই মাঝে মাঝে ছাতে গাছের সেবা করেন ।

সেদিন ছিল পয়লা এপ্রিল

                     ঝগড়ার আওয়াজ শোনা য়ায় ।

কোনও এক বিষয়ে

                         ছেলে ও বৌয়ের মধ্যে কথা কাটাকাটি হয় ।

বাবার কানে এলেও

                         তাঁর মন কাগজ পড়ার দিকে ।

একটু পরে ছেলে আসে

                         বাবার সঙ্গে কথা বলতে ।

ʼবাবা তোমার তো বাড়ীতেʼ

                              ʼকথা বলার কেউ নেই ʼ।

ʼতাই তোমার মনও ভাল থাকে নাʼ

                          ʼকারও সঙ্গে কথা বলতে না পেরেইʼ ।

ʼহ্যাঁ, সেটা খানিকটা ঠিকʼ,

            ʼতবে এ ব্যাপারে আমার তেমন কষ্ট নেইʼ ।

ʼকাগজ পড়ে, টিভিতে গান  আর খেলা দেখে

                                       দিন যাচ্ছে ভালই ʼ।

LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with our latest poetry and stories 😎

We don’t spam! Read our [link]privacy policy[/link] for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *