
|| আমি কি পারবো? ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Ami ki Parbo?
আমি এটা পারবো না।
এত কিছু এতে আছে, আমি জানি না।
সব কিছু ভালভাবে না জেনে
করতে গেলে কিছুই হবে না।
আসলে যে কোন মানুষের
প্রধান বন্ধু সে নিজে।
আবার যে কোন মানুষের
প্রধান শত্রু সে নিজে।
তাই সত্যিই কাজটা করতে চাইলে
প্রথমেই মনে মনে বলতে হবে, ʼআমি পারবোʼ।
নিজের মনকে বোঝাতে হবে, একবার নয়,
বারবার বলতে হবে, ʼআমি পারবো, পারবো, পারবোʼ।
নিজের মনে উপলব্ধি করতে হবে
যে আমি পারবো।
নিজের প্রধান শত্রুকে
নিজের দলে নিতে হবে।
এবারে ভাবতে হবে, করতে গেলে
কি কি জানতে হবে?
না-জানা কাজগুলো, একটার পর একটা
কাগজে লিখতে হবে।
না-জানা কাজ প্রত্যেকটা আলাদা আলাদা করে
দেখতে হবে কি জানতে হবে ওটা করতে গেলে।
এবারে সেই নতুন জানাটা শেষ হলেই
কাজটা করা হবে।
শেষে সমস্ত কাজটাই
করা যাবে অনায়াসেই করা যাবে।

