|| আই পি এল ২০২৩ – অবিশ্বাস্য রিঙ্কু মহারাজ ||
Poetry

|| আই পি এল ২০২৩ – অবিশ্বাস্য রিঙ্কু মহারাজ ||

Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

IPL 2023 – Unbelievable Rinnku Marharaj

RINKU SINGH 5 SIXES SLAP ON GUJRAT

আই পি এলের খেলা জমে

                  বছরে একবার।

এবার আবার নিজের দেশে

                                   জমবে না আবার ?

নয়ই এপ্রিল মোদি স্টেডিয়ামে

                   খেলা গুজরাট বনাম কলকাতার ।

সবাই জানে গুজরাটের কাছে

                                   আজ নিশ্চিত হার ।

রেষারেষির চলছে লড়াই

                                 ব্যাট করছে গুজরাট দল ।

শুভমন গিল আঊট হতেই

                                  কলকাতার দিকে গেল ফল ।

এর পরেতেই সুদর্শন আর বিজয়শংকর

                                       করে ব্যাটে পন্চাশ পার ।

দুশো চার রান করে গুজরাট যখন থামে

                             সবাই ভাবে কলকাতার হার ।

ভেঙ্কটেশের বিরাশি রান

                        আর পঁয়তাল্লিশ করে নিতীশ ।

এরপর রশিদ খানের হ্যাটট্রিকে

                               কে কে আরের সব শেষ ।

রাসেল, নারিণ, ঠাকুর

                                 তিন বলে তিন আঊট ।

গুজরাটের ক্যাপটেন ভাবতে থাকে

                                 দল জিতবে নো ডাঊট ।

রানের পাহাড টপকাতে হবে

                                  রিঙ্কু ভাবে  এসব দেখে ।

কলকাতার অনুরাগী সব

                                  হারের দুঃখে মগ্ন থাকে ।

শেষ ওভারে উনত্রিশ রান

                                  এক রান নেয় উমেশ ।

বাকী রইলো পাঁচটা বল

                                এখনই কলকাতার শেষ ।

রিঙ্কু তখন স্বপ্ন দেখে

                            জিততে হবে কলকাতাকে ।

পাঁচটা বলে পাঁচ ছক্কা

                              রিঙ্কু রূপকথার গল্প লেখে ।

ম্যাচটি জিতে সবাই ছুুটে

                               দেয় এসে অভিনন্দন ।

ক্রিকেটের এই শেষ বলে জিত

                                   অবিশ্বাস্য মনোরন্জন।

LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with our latest poetry and stories 😎

We don’t spam! Read our [link]privacy policy[/link] for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *