|| অনেক কাজ – পারব না ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Anek Kaag – Parbo na
অনেক কাজ আছে আমার,
যেতে পারবো না।
কি যে করি এখন
ভাবতেও পারছি না।
অফিসে আগে আমার
তিনতে কাজ ছিল।
তারপর চার, পাঁচ, ছয়
এত কাজ বেড়ে গেল।
ডবল কাজ
কি ভাবে যে করি?
সবগুলো শেষ করে
তারপরে যাব বাড়ী।
মনের সব ʼনাʼ গুলো
এক জায়গায় লেখা যাক।
প্রত্যেকটা ʼনাʼ কে ʼহ্যাঁʼ করতে
কি করতে হবে কাজ।
সেটা করতে বড় কাজগুলো
কয়কটা ছোটো ছোটো কাজে ভাঙ্গতে হবে।
এবারে ছয়টা কাজের
একরকম ভাঙ্গা কাজগুলো একসঙ্গে করতে হবে।
একরকম কাজ এক সঙ্গে করলে
অনেক তাড়াতাড়ি হবে।
বাকী বিভিন্ন কাজগুলো দেখে
কিছু সর্টকাট পাওয়া যাবে।
কাজের সঙ্গে নিজের বুদ্ধি লাগালে
কাজটা আরও সহজে হবে।
কিছু কাজ প্রোআ্যাকটিভলি করলে
কাজটা অনেক তাড়াতাড়ি হবে।
কোনও একটা রিসোর্স না থাকলে
অন্য কোনোও রিসোর্স নিতে হবে।
যতটা কাজ নতুন রিসোর্সে হয়
সেটা করে যেতে হবে।
এভাবে মানুষ তিনটে থেকে
করতে পারে ছয়টা কাজ।
ছয়টা থেকে হতে পারে সাতটা বা আটটা
সত্যিই মাথায় পড়বে না বাজ।
মনে ভাবতে হবে ʼআমি করতে পারিʼ
তখন দেখা যাবে সব কাজ হয়ে যাচ্ছে।
সময় বাঁচিয়ে সব কাজ হচ্ছে
মনের খুশিতে নিজেকে ফ্রী মনে হচ্ছে।