।। শখ ।।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Sokh
শখ আছে নানান জনের
নানান রকম শখ।
গাড়ী চালানো নেশা করোর
কারোর বকবক।
বচিক শিল্পের শেষ কি আছে
আবৃত্তি, নাটক কিম্বা হাসির কথা বলা।
নাচ করা, গান করা
আর নানান রকম খেলা।
কবিতা আর গল্প লেখায়
কারও আছে দিনটি জুড়ে।
ছবি এঁকে দিনটি কাটে
কারও আবার বিদেশ ঘুড়ে।
কুকুর পোষা, বিড়াল পোষা
কেউ করছে বাগান।
শরীর চর্চা, ম্যারথন দৌড়
কেউ ব্যস্ত নিয়ে তান।
আচ্ছা, শখ কেন হয়
ভাবি কেন?
কিছু না পারার কারনে
ইচ্ছার উদ্রেগ জেন।
গান গাইতে জানে
কিনতু গায় বাথরূম সঙ।
ওটা পুরো শেখা হয়নি
তাই শখ দুঃখের রঙ।
কারো আবার কাজের পরে
বিরাট এক মনের আরাম।
অবসরে মন চাঙ্গা হয়
যখন হয় মনের বিরাম।
শখ থেকে প্যাশন
আর প্যাশন থেকে প্রোফেসন।
সার্থকতার ছোঁয়া লেগে
সেটার থেকে উপার্জন।
একটা শখের সার্থকতায়
আরও একটাও এসে জোটে।
পুরোনো শখের প্রোফেসনের
বাইরে এসে মাথায় ঢোকে।
শখ পাল্টায় বয়েসের সাথে
শখ পাল্টায় সঙ্গীর শখে।
এর কোনোও নিয়ম হয় না
মনের ভেতর চলতে থাকে।
শখের থেকে জন্ম নেয়
আমার সময় – মি টাইমের।
প্রাণের আরাম, কাজের বিরাম
জবাব নেই নিজের শখের।