
।। রাজা-রানির গল্প – দুই ।।
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
রাজার থাকার জায়গা হলো
বয়েস একনম্বর হোস্টেলে ।
রানীর থাকার জায়গা হলো
গার্লস একনম্বর হোস্টেলে ।
সবটাই যেন ফর্মুলা
বা কোনও শিল্পির এক সিমেট্রিক ছবি ।
কিন্তু এটা পালটে গেল
দু হোস্টেলেই কয়েক দিন পরে ।
রাগিং শুরু হয়
দুই হোস্টেলের নানান রকমারী ।
মেয়েদের তেমন বেশী কিছু নয়
কিন্তু ছেলেদের হʼতে থাকে বাড়াবাড়ী ।
দুজনের দেখা হয়
ক্লাসে ব্রেকের পরে ।
রাজা বলে, আমি চলে যাব বাড়ীতে
কলেজ ছেড়ে ।
রানীর কথায়
রাজা কেঁদে ফেলে ।
আমি কেমন করে থাকব
যদি এরকম রাগিং চলে ।
তারপর রানী রাজাকে বোঝায়
কেমন করে রাগিং হ্যান্ডেল করবে ।
রাজা বোঝে, সে কলেজ ছেড়ে গেলে
জীবন যুদ্ধে হেরে যাবে ।
ক্রমে রাগিংয়ের দিন শেষ হয়
আসে ফ্রেসার্স ওয়েলকামের দিন ।
সিরিয়াস পড়াশুনা শুরু হয়
আসে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষার দিন ।
হঠাৎ রাজা জানতে পারে
রানী পরীক্ষায় বসছে না ।
পরে সে জানতে পারে, ফিস জমা না দেওয়ায়
সে কোয়লিফাই করছে না ।
রাজা টাকা যোগার করে
রানীর হয়ে টাকা জমা দেয় ।
রানীর নাম পরীক্ষার লিস্টে ওঠে
দুজনেই একসঙ্গে বসে পরিক্ষায় ।
এমনি করে দিন যায়
মাসও পেরোয়, বছরও পেরিয়ে যায় ।
ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার
তারপর থার্ড ইয়ারের পরীক্ষাও শেষ হয় ।

