
।। রাজা-রানির গল্প – এক ।।
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
ছেলেটির নাম রাজা
মেয়েটির নাম রানী।
সবাই বলবে নাম শুনেই
ছেঁদো গল্প জানি।
দুজনেই এবার হায়ার সেকেন্ডারী
পাশ করেছে।
ইন্জিনিয়ারিং পড়তে দুজনেই
জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে।
দুজনেই এসেছে দূর্গাপুর ইন্জিনিয়ারিং
কলেজে ভর্তি হতে।
একজনের পিছনে অন্যজন দাঁড়িয়ে
তাই কথা বলতে থাকে।
দাদা, এটা তো বাংলা সিরিয়ালের
ফরমূলা নাম্বার ওয়ান।
ওই তো জি বাংলার
ʼসপ্নের রানীʼতে ছিলো।
আরে বাবা —
সবটাতো শুনুন আগে ।
এতো কথা বলবেন না
আগে ভাগে ।
ফরমূলা নাম্বার ওয়ান
নাকি জানিনা ।
তবে নামেতেই রাজার পছন্দ রানী
আর রানীর পছন্দ রাজাতে ।
তাই কে যেন প্রেমের অঙ্কুর পুঁতলো
তাদের দুই আনকোরা হৃদয়েতে ।
রাজা কোলকাতার ছেলে
আদি বাড়ী পুরুলিয়ায়।
রানীর জন্ম আর
পড়াশুনা সিমলায় ।
দুজনেরই পছন্দ
কমপিউটার সায়েন্সে পড়ার ।
দুটি হোস্টেলে থাকার জায়গা
হয় দুজনের ।

