।। মন খারাপ l।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Mon Kharap
মন ভাল নেই মনটা খারাপ।
কি যে করি এখন।
শরীরটাও তো কেমন কেমন
বুড়ো মানুষের মতন।
বুড়ো মানুষ নই তো আমি
বয়স পেরোলো সত্তর।
এই তো সেদিন স্কুল পেরোলাম
এক্ষুনি এই মাত্তর।
স্কুল পেরিয়ে কলেজ গেলাম
অঙ্ক নিয়ে পড়তে।
শেষ করে তো ইউনিভারসিটি
আরেকটু বেশী জানতে।
এসব করে ভাবতে বসি
কি করা যায় এখন।
ডক্টরেটটা করলে কি
চাকরি পাব মনের মতন।
মনের টানে কম্পিউটার সায়ান্সে
পড়াশুনা শুরু করি।
শেষ করে তা ইউনিভারসিটির
অধ্যাপনায় হাতে খড়ি।
শুরু হয় এরপর কম্পিউটার সায়ান্সে
পি এইচডির কাজ।
একমাএ ছেলের দায়িত্বে
চাকরি দরকার মনে হʼল আজ।
মাথায় তখন একটাই চিন্তা
পি এইচ ডি আর চাকরি।
একসঙ্গে চালাতে হবে
এটা ভীষন দরকারি।
বানিজ্যিক সংস্হায়
কাস্টমার সাপোর্টের কাজ।
সিরিয়াস প্রফেসনলের ছুটির পরে তাই
মাথা জুড়ে সেই চিন্তা আজ।
পি এইচ ডির কাজ পিছিয়ে পিছিয়ে
শেষমেষ হʼল ভন্ডুল।
ডক্টরেট পাওয়া অধরাই থাকে
মন চাকরি নিয়েই মসগুল।
উন্নতি হয় চাকরির
ছোটো থেকে অনেক ওপরে।
বেস্ট প্রফেসনলের তকমা নিয়ে
নেপাল ভ্রমণ পুরস্কারে।
একটা থেকে অন্য সংস্থায়
সেখান থেকে অন্য।
কাজের নেশায় ছুটে বেড়াই
সবাই করে ধন্য ধন্য।
ইনডাসট্রি থেকে এডুকেসন
অবাধ গতি এল।
অধ্যাপনায় শুরু করে
অধ্যাপনাতেই শেষ হʼল।
চুলের রঙ সাদা হʼল
আর আমি হলাম রিটায়ার্ড।
বেকার লোকের দলে মিশে
আমি এখন টায়ার্ড।
এসব ভেবে মন ভাল নেই
মাথাটাও একটু ধরেছে।
আরও কতকি করার ছিল
সেই সব মনে পড়ছে।