
।। পজিটিভ মাইন্ড সেট ।।
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Positive mind set
আরে বাংলা কবিতায়
ইংরেজি কথা কেন?
ভাবলাম, এটাই বোধহয় ঠিক
এটাই ঠিক যেন।
আমরা কথা বলি
ইংরাজি কথা মিশিয়ে মিশিয়ে।
বাংরেজি এখন বাংলা কথা
ইংরেজি চিবিয়ে চিবিয়ে।
অঙ্ক নিয়ে পড়াশুনা আমার
তাই পজিটিভ মানেটা জানি।
যত গন্ডগোল নেগেটিভ আর জিরো নিয়ে
এ কথাটাও মানি।
পরীক্ষার মার্কস, খেলার রেজাল্ট
পজিটিভ সংখা সবাই চায়।
চিকিত্সায় কিছু টেস্ট পজিটিভ
সেটা মোটেই কাম্য নয়।
পজিটিভ লেখা চাই
চাই পজিটভ কথা বলা।
পজিটিভ কাজ করা
দিনে পজিটিভ নিয়ে চলা।
ইমেল, মেসেজে ʼনাʼ কথাটি ছাড়া
ʼনাʼ কথাটি ছাড়া কথা বলা।
নেতি বাচক কাজ থেকে বিরত থেকে
ভাল কাজ করে চলা।
ডিসিপ্লিন মেনে চলে
।একই সময়ে করো একই কাজ।
এতে কাজ হবে তাড়াতাড়ি
মনে হবে মেসিনের মত চলছি আজ।
শরীর চর্চা করতে হবে
নিয়ম করে প্রতিদিন।
শরীরটা চাঙ্গা হলে
মনটাও হবে রঙ্গীন।

