।। নাইট রাইডার্স বনাম গুজরাট খেলা ।।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Knight Riders Vs Gujrat Match
আজ ইডেনে গুজরাট ম্যাচ
আগেরটাতে রিঙ্কু ম্যাজিক ছিল।
এ ম্যাচটাও জিততে হবে
সবাই এটা বলো।
কলকাতার নিজের মাঠে
আছে অনেক হিরো।
নাম করি কার – রয়, নিতীশ, রিঙ্কু
আর সবাই করবে গুজরাটকে জিরো।
তিন স্পিনারের ঘূর্ণি বলে
গুজরাট ব্যটাররা চোখে দেখবে অন্ধকার।
কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ায়
ইডেন করবে চিত্কার।
রাসেল মাসল খোলস ছেড়ে
বেড়িয়ে মারবে ছক্কার পর ছক্কা।
বাকী কাজ নারিণ দেখাবে
গুজরাট হবে ফক্কা।
শাহরূখ খান থাকলে মাঠে
ব্যাপারটা হবে বেস্ট।
শুভমন গিলকে ʼপাঠানʼ নাচটা শিখিয়ে দিতে দেখিয়ে দিয় স্টেপ।