
।। চিন্তা কোরো না ।।
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chinta koro na
চিন্তা কোরো না।
মনের চিন্তা দূরে রাখ
থাকো হাসি খুশি ফুরফুরে।
মনটা যদি শান্ত থাকে
শরীর হবে ঝরঝরে।
চিন্তা কোরো না।
চিন্তা কোরো না।
ছেলের চাকরি, মেয়ের বিয়ে
ঠিক সময়েই হবে।
শান্ত মনে কাজ করে যাও
সময়ে সব পাবে।
চিন্তা কোরো না।
চিন্তা কোরো না।
ইউটিউবের সাবস্কাইবার
বাড়লো না তো আজ।
দুঃশ্চিন্তা ছেড়ে তুমি
করতে বসো কাজ।
চিন্তা কোরো না।
চিন্তা কোরো না।
নাতির পরীক্ষার ফল কেমন হবে।
সেই চিন্তায় প্রাণ অতিষ্ট?
দেখ নাতি কি করছে
মনে রেখ না কোনোও কষ্ট।
চিন্তা কোরো না।
চিন্তা কোরো না।
গুরুদেবের প্রয়াণে মন এতই ভারাক্রান্ত
তা বলে বৃন্দাবন যাওয়া বন্ধ কোরো না।
সব মানুষই মরণশীল
মনে কষ্ট পেয় না।
চিন্তা কোরো না।
চিন্তা কোরো না।
মন ভাল হলে, কাজ ভাল হয়
কাজ ভাল হলে মন।
এদের দেখে মনে হয়
এরা যমজ বোন।
চিন্তা কোরো না।
চিন্তা কোরো না।
সুস্হ থাকতে মন ভাল চাই
করতে হবে অনেক কাজ।
সবটা দেখে মনে হবে
তুমি নিজেই মহারাজ।
চিন্তা কোরো না।

