
।। গান শোনা। ।।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Gaan Shona
গান শুনতে স্টিরিও, মোবাইল
আর লাগে রেডিও।
টিভিতে থেলা, সিরিয়াল চলে
আর চলে নাচ-গানও।
চোখ বন্ধ করে গান শোনাতে
মজা যেমন আছে,
তেমনি মজা পাবে কি আর
সঙ্গে চটকদারী নাচে।
গানের সঙ্গে নাচ দেখাটাই
চলছে এখন জমজমাটি।
রবীন্দ্রসংগীত শুনতে গেলে
বেষ্ট আমার স্টিরিওটি।

