
।। গরম ।।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Garam
কি অসহ্য গরম
টেম্পারেচার চল্লিশের ওপরে বেড়েছে।
হাওয়াটাও তো এত গরম
গা যেন পুড়ছে।
বাইরে বেরোনো দুঃষ্কর
নিউজে বলছে ঘরে থাকতে।
সেটা সম্ভব কারো কারো পক্ষে
অন্যদের অফিসে হবে যেতে।
ওয়ারেসের দরকার পড়ছে
কারো কারো।
না পেলে নুন-চিনি জল
খেতে পারো।
সূর্য্যদেবের তাপ
সত্যিই খুব বেশী।
গা পোড়া রোদ্দুরে ভিটামিন ডি পেতে
কেউ হবে না রাজী।
অন্যদিনে অনেকেই
ভালবাসে রোদ পোয়াতে।
বাত এবং অন্যান্য রোগের প্রতিকারে
ভিটামিন ডির প্রয়োজন মেটাতে।
এত গরম কেন
এ প্রশ্ন মনে আসেছে।
বঙ্গোপোসাগরের জলীয় বাস্পের সঙ্গে
পশ্চিমের ও উত্তর পশ্চিমের গরম হাওয়া মিশছে।
এছাড়া সূর্য্যও বেশী গরম হচ্ছে
নিউক্লিয়ার ফিউশন থেকে।
এতে হাইড্রোজেন থেকে হচ্ছে হিলিয়াম
তাতে তাপ হচ্ছে তৈরী।
ওকে, সায়েন্সের কচকচানি
এবারে ছাড়ি।
এত গাছ কেটে যদি হয় বাড়ী
পরিবেশ ঠান্ডা হবে কি করে?
ইট কাঠ পাথরে
দিনে দিনে তাপ যাচ্ছে বেড়ে।

