
।। একটি গাছের কথা ।।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Ekti Gacher Katha
মালীর ঘরে
আরে করছ কি মালী ভাই
আমার যে লাগে।
যত্ন করে বড় করেছ
পাতা পচা সার খাইয়েছো আগে।
কিনতু এখন কি করবে
আমাকে নিযে?
ততক্ষণে মালী গাছটিকে তুলে
একটি ছোট্ট টবে নেয় লাগিয়ে।
মালী যায় বাজারে
দাদা ভালো জবা গাছ
নিয়ে যান না।
বড় বড় অনেক ফুল ফুটবে
এমন গাছ পাবেন না।
অনেক পরে আসে একজন
সে গাছটি কেনে, নেয় কিছু সার।
বাড়ীর পথে হাঁটা দেয় বিপুল বাবু
নতুন কালেকসন এটি তার।
বিপুল বাবুর বাড়ী
আবার গাছ আনলে
বিপুল বাবুর স্ত্রী রেগে বলে।
আরে এ জবা গাছটা খুব ভাল
বড় বড় ফুল দেবে রোজ সকালে।
তোমার তো এত গাছ আছে
আবার নতুন গাছ কেন?
না এবারে সার এনেছি
কোনও অবহেলা হবে না জেন।
বিপুল বাবুর যত্ন
সময় নেই বিপুল বাবুর
মাঝে মাঝে বাগানে আসে।
নতুন জবার জায়গা হʼল
পুরোনো জবাদের পাশে।
নতুন একটা ভাল টবে
সব সার মিশিয়ে লাগায়।
অনেক ফুল ফুটবে এ গাছে
এই মনের আশায়।
কোন সারেতে কি হয়
এসব নয় তার জানা।
গাছের যত্নে সব সারই দেয়
যা আছে তার আনা।
জল দেয় সে রোজ
একটু একটু করে।
গাছের পাতা কুঁচকে যায়
বেশী জল পড়ে।
গাছের এখনকার অবস্থা
পাতা পচা সার খেয়ে
সে মালীর বা়ড়ীতে বড় হয়েছে।
হঠাৎ এত সব খাবার পেয়ে
তার বদহজম হচ্ছে।
জলও খাচ্ছে বেশি বেশি
তাই পাতা কুঁকরে যায়।
সাদা পোকা এসে ধরে
ডগাগুলির গায়।
আবার খুব গরমে
প্রাণ যখন তার আই ঢাই করে।
জল পায় না সে সময় মতন
শুকিয়ে সে মরে।
গাছের শেষ কথা
গরীবের ঘরে ছিলাম ভাাল
তার তো এত পয়সা নেই।
যত্ন ছিলাম তার বাগানে
সে বুঝতো কখন কি চাই।
বিপুল বাবুর পয়সা আছে
নেই তার সময় ও জ্ঞান।
নতুন গাছ আসবে আবার
বেঘোরে গেল মোর প্রাণ।

